যীশু খ্রীষ্ট
জলের উপর আশীর্বাদ


জলের উপর আশীর্বাদ

হে ঈশ্বর, অনন্ত পিতা,
আমরা তোমার কাছে তোমার পুত্র যীশু খ্রীষ্টের নামে মিনতি করি যে,
এই জলকে আশীর্বাদ ও পবিত্র কর
যেন যে সকল আত্মা ইহা পান করবেন,
তাহারা যেন তোমার পুত্রের রক্তের স্মরণে ইহা পান করতে পারে,
যাহা তাহাদের জন্য ঝড়েছিল;
যেন তাহারা তোমার নামে সাক্ষ্য বহন করতে পারে, হে ঈশ্বর, অনন্ত পিতা,
তাহারা যেন সর্বদা তাঁহাকে স্মরণ করতে পারে,
যাহাতে তাঁহার আত্মা তাহাদের সঙ্গে থাকে।
আমেন।